এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Over Bridge at Samserganj: শামসেরগঞ্জে লেভেল ক্রসিংয়ে ওভার ব্রিজের অনুমোদন

Published on: December 11, 2025
Over Bridge at Samserganj

Over Bridge at Samserganj Over Bridge at Samserganj শামসেরগঞ্জে (Samserganj)আজিমগঞ্জ নতুন ফরাক্কা সেকশনে ওভার ব্রিজ (Over Bridge) নির্মাণের দাবি দীর্ঘ দিনের। এই লেভেল ক্রসিংকে (Level Crossing) কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়। এই রাস্তাটি ধূলিয়ান পৌরসভার সঙ্গে সংযোগ স্থাপন করে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গকে ঝাড়খন্ড, বিহারের সঙ্গে যুক্ত করে। মালদা ডিভিশনের আজিমগঞ্জ–নতুন ফারাক্কা সেকশনে লেভেল ক্রসিং নং ৪৩/স্পেশ্যাল/ই –এর পরিবর্তে ROB নির্মাণকাজ অনুমোদিত হয়েছে বলে জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Over Bridge at Samsherganj

আরও পড়ুনঃ Nashipur Rail Bridge নসীপুর ব্রিজ দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন গৌরী

Over Bridge at Samserganj Over Bridge at Shamserganj লোকসভায় বিষয়টি তুলে ধরেন মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী (Isha khan Chowdhury)। তিনি রেলমন্ত্রীর কাছে জানতে চান, মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ-নতুন ফরাক্কা সেকশনে লেভেল ক্রসিং নম্বর ৪৩\ স্পেশ্যাল/ই-তে রোড ওভার ব্রিজ নির্মাণ সংক্রান্ত ডিপিআর এর বর্তমান অবস্থা কী? অনুমোদন, মঞ্জুরি, নির্মাণ কাজের সম্ভাব্য সময়সীমা কী? প্রযুক্তিগত, প্রশাসনিক বা আর্থিক কোনও কারণে বিলম্ব হচ্ছে কি না, কবে সম্পূর্ণ হয়ে জনসাধারণের বিলম্বের জন্যে খুলে দেওয়া হতে পারে? জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মালদা ডিভিশনের আজিমগঞ্জ নিউ ফারাক্কা সেকশনে ওভার ব্রিজ নির্মাণ কাজ মঞ্জুর হয়েছে লেভেল ক্রসিং নম্বর ৪৩\ স্পেশ্যাল/ই-র পরিবর্তে কেএম ২৩৯/৯-১০। সেজন্যে সাধারণ ব্যবস্থাপনা সংক্রান্ত ড্রয়িং এর কাজ ও এসটিমেট করা হচ্ছে। মালদা ডিভিশনের আজিমগঞ্জ নতুন ফরাক্কা সেকশনে লেভেল ক্রসিং নম্বর ৪৩\স্পেশ্যাল\ই-এর পরিবর্তে ওভার ব্রিজ নির্মাণকাজ অনুমোদন হয়েছে। জেনারেল আরেঞ্জমেন্ট ড্রয়িং এর প্রস্তুতি চলছে।

Over Bridge at Samserganj রাজ্যে অনুমোদিত ৩০২ টির মধ্যে ৯৯ টি রাজ্য সরকারের কারণে দেরি হচ্ছে

Over Bridge at Shamserganj বুধবার, ১০ ডিসেম্বর রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরে আরও জানিয়েছেন, ২০১৪ সাল থেকে এবছরের অক্টোবর পর্যন্ত দেশে ওভার ব্রিজ হয়েছে ১৩ হাজার ৬৫৩টি। সেখানে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত হয়েছিল ৪ হাজার ১৪৮টি। তিনি জানিয়েছেন, রাজ্যে অনুমোদিত ৩০২ টির মধ্যে ৯৯ টি রাজ্য সরকারের কারণে দেরি হচ্ছে। আলাইমেন্ট চূড়ান্ত না হওয়া, ‘গ্যাড’ অনুমোদনে ধীর গতি, এলসি বন্ধে এনওসি না পাওয়া, ভূমি অধিগ্রহণ সমস্যা, আইন শৃঙ্খলা সমস্যা।

Over Bridge at Samserganj রাজ্য সরকারের সঙ্গে যৌথ সমীক্ষা

Over Bridge at Samserganj Over Bridge at Shamserganj রেলের তরফে জানানো হয়েছে, যেসব কারণে ওভার ব্রিজ বা আন্ডার ব্রিজ নির্ভর করে তার মধ্যে রয়েছে রাজ্য সরকারের সহযোগিতা, এলসি বন্ধে সম্মতি, আলাইনমেন্ট ঠিককরণ, ভূমি অধিগ্রহণ ও দখল্মুক্ত করণ, ইউটিলিটি স্থানান্তর, বিভিন্ন দফতরের ছাড়পত্র, আবহাওয়া ও কাজের সুযোগ এর উপর। প্রকল্প দ্রুত সম্পন্ন করতে রেলওয়ে যে পদক্ষেপগুলি করছে তার মধ্যে হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে যৌথ সমীক্ষা, নিয়মিত সমন্বয় বৈঠক, স্ট্যান্ডার্ড ডিজাইন ব্যবহারের মাধ্যমে অনুমোদন দ্রুত করা। যেখানে সম্ভব রেল নিজেই এককভাবে কাজ করছে। প্রয়োজনে রাজ্য সরকারকেও এককভাবে কাজ করতে অনুমোদন দেওয়া হয়েছে। রেল ওভারব্রিজ নির্মাণের কাজ কবে থেকে শুরু হবে? এর জন্যে নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছেন। প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে দেরির সম্ভাবনা আছে কি না?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now