Rail Accident ভয়াবহ রেল দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি জিয়াগঞ্জের লোকো পাইলটের

Published By: Imagine Desk | Published On:

Rail Accident  দিন কয়েক বাদেই দীর্ঘ চাকরি জীবন থেকে অবসর নেওয়ার কথা। ভেবেছিলেন অবসর জীবনে নেশার টানে ফিরবেন সাঁতারের প্রশিক্ষক হিসেবে। দেবেন ছোট ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষন। কিন্তু সেই ভাবনা, স্বপ্ন রয়ে গেল অধরাই। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন মুর্শিদাবাদেজিয়াগঞ্জের বাসিন্দা পেশায় লোকো পাইলট গঙ্গেশ্বর মাল। কী হয়েছিল তাঁর সাথে? কীভাবে প্রাণ গেল তাঁর?

Rail Accident কীভাবে ঘটল দুর্ঘটনা?

Rail Accident  জানা গিয়েছে, কয়লা বোঝাই করে ফারাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাচ্ছিল এনটিপিসির একটি মালগাড়ি। বারহাইতে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল মালগাড়িটি। দাঁড়িয়ে ছিলেন গঙ্গেশ্বর মাল। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই ট্রেনে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। অভিযোগ সামনের দিক থেকে আসা অন্য একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় গঙ্গেশ্বর মালের। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৪ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনাদি এলাকায়। একই লাইনে দুটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন

 

Rail Accident  শোকে পাথর জিয়াগঞ্জ

Rail Accident   জিয়াগঞ্জের ভট্টপাড়ায় মাল পরিবারে বিষাদের সুর। দুঃসংবাদ আসার পরেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনেরা।  মৃতের মেয়ে ময়না লেট জানান, কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না।

শোকের ছায়া পরিবারে

 

Rail Accident গঙ্গেশ্বর মালের পরিবারের লোকজন ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। শুধুমাত্র ট্রেন চালকই ছিলেন না সাঁতারও খুব ভালোবাসতেন। চাকরি জীবনে অবসরের পর সাতারু হিসেবে প্রশিক্ষকের কাজেও নিযুক্ত হওয়ার কথা ছিল গঙ্গেশ্বর মালের। জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নবনির্মিত সুইমিং পুলে প্রশিক্ষক হিসেবে যোগ দেওয়ার কথাো ছিল। পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ জানান, অত্যন্ত দুঃখের দিন। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান গঙ্গেশ্বর মাল। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। সুইমিং পুল তৈরির পর ওনাকেই প্রশিক্ষকের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল।

Rail Accident অন্যদিকে দুর্ঘটনাস্থলে আগুন নিভিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে  লোকো পাইলট গঙ্গেশ্বর মালের দেহ উদ্ধার করা হয়েছে। অন্য ট্রেনটির লোকো পাইলটের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। পাশাপাশি যে চারজন আহত হয়েছেন তাঁরা সকলেই রেলকর্মী ও সিআরপিএফ জওয়ান বলে জানা যাচ্ছে।