বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ বহরমপুর প্রস্তুত রাহুল গান্ধীকে বরণ করতে। আজ বৃহস্পতিবার বিকেলে চারটের সময় বহরমপুর টেক্সটাইল মোড়ে তাঁর সভা করার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। অংশত নয় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দু-চার ফোটা বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে। তবে কংগ্রেস জেলা নেতৃত্ব অবশ্য আশাবাদী। তাঁদের দাবি, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। ফলে এদিনের কর্মসূচিতে অন্য জায়গার মতো ভিড় ভাঙবে বহরমপুরেও।
রাহুলের কর্মসূচি উপলক্ষে তৃণমূলের পতাকার সঙ্গে পাল্লা দিয়ে দিন দুয়েক আগেই পতাকায় মুড়ে ফেলা হয়েছে শহর বহরমপুর। কয়েক ফুট অন্তর অন্তর কোথাও রাহুল গান্ধী, কোথাও সোনিয়া গান্ধী, কোথাও ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর কাট আউটে সাজানো হয়েছে পার্ক কিংবা খেলার মাঠের রেলিং। বছর পাঁচেক পরে বহরমপুরে রাজীব তনয়ের পদার্পণ নিয়ে উৎসাহে উত্তেজিত কংগ্রেসের নয়া প্রজন্ম।
বাংলায় বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গী কংগ্রেস কার সঙ্গে থাকতে চায় মুর্শিদাবাদে রাহুল গান্ধীর প্রথম দিনের পদযাত্রা তা একপ্রকার নিশ্চিত করেছে তারা। সিপিএম নেতারা তাকে সঙ্গ দিয়েছেন উত্তরে। ঘণ্টা দুয়েক পরে বহরমপুর টেক্সটাইল মোড়ের সভায় রাহুলের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে প্রকৃতি।
যদিও প্রকৃতিও তাদের সঙ্গ দেবে বলছেন কংগ্রেস নেতারা। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয় তাকে জয় করেই তাদের কর্মসূচি অবশ্য সফল করতে মরিয়া জেলা কংগ্রেস, দাবি জেলা কংগ্রেস কার্যালয়ে আসা কংগ্রেস কর্মীদের।