নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দশ শিশুর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুন সিনহা। শুক্রবার মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই দাবি তোলেন তিনি। দেখা করেন মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ও অধ্যক্ষের সঙ্গে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৪ঘন্টায় ১০ জন শিশু মারা যাওয়ার পর আজকে আবার ৩ জন মারা গেছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট ডাক্তার এবং সুপারের সঙ্গে কথা বললাম। ওঁরা ওজন কম সহ নানা কারণের কথা বলছেন। আমি সুপারকে বললাম ২৪ ঘণ্টায় ১০ জন শিশু মৃত্যু কোনওভাবেই ওজন কমের কারণে হতে পারে না। প্রতিদিন গড়ে ৪ জন শিশু এখানে মারা যায়। হঠাৎ করে ১০ জন শিশু মারা যেতে পারে না। এর জন্য একটি মেডিক্যাল টিম করার জন্য সুপারকে বলেছি।” তাঁর অভিযোগ, “এখানে কোনও ডাক্তার নিয়মিত ডিউটি করে না, সকলেরই গা ছাড়া মনোভাব। যখন খুশি ডাক্তার আসেন হাসপাতালে, অনেকেই বিনা কাজে বেতন নেন।” এখানে ডাক্তারদের পরিবর্তে হাউস কিপিং দিয়ে হাসপাতাল চলছে বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন, ” ৫১টা বেডে শিশুদের কখনও ১০০ , কখনও তাঁর উপরে শিশু থাকে। ভেল্টিলেশনে একজনের জায়গায় দুজন থাকছে। সরকার শিশুদের জন্য কিছু করে উঠতে পারেনি। চাহিদার তুলনায় সবই কম।” এরপরেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ” মমতা ব্যানার্জীকে প্রশ্ন করতে চাই অপুষ্টি কেন, আপনার দুয়ারে সরকার কি হল। পুষ্টির অভাবে মায়েরা রুগ্ন শিশু প্রসব করছে। আজকে ১৪ বছর সরকারে কি করলেন , বড় বড় কথা বলছেন। আমি দাবি করছি অবিলম্বে এই ঘটনার সিবিআই তদন্ত হোক। তাহলেই এর সঠিক কারণ জানা যাবে। না হলে এই ধরণের ঘটনা ঘটবেই।”
মুর্শিদাবাদ মেডিক্যালে শিশু মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার
Published By: Madhyabanga News |
Published On: