ভোটের আগে হুমকি পোস্টার রঘুনাথগঞ্জে! ভুয়ো পোস্টার, বিরোধীদের চক্রান্ত সাফাই তৃণমূলের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ সাত সকালে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রানীনগর অঞ্চলের জেঠিয়া ভদ্রাপাড়া এলাকায়। পোস্টারে স্পষ্টতই লেখা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিলে, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হবে, ঘরের মা বোনদের তুলে নিয়ে গিয়ে গ্রাম ছাড়া করা হবে। এরকমই আরও নানাবিধ কটূক্তি। এই ঘটনায় আতঙ্কিত ভদ্রাপাড়ার বাসিন্দারা। ২৩৬ নম্বর বুথের নির্দল প্রার্থীর বাড়ির দেওয়ালে ও বিভিন্ন বাড়িতে দেওয়া এই পোষ্টার দেখা যায়। রবিবার সকালেই পোস্টার দেখতে পান স্থানীয়রা। এলাকার বাসিন্দা পুষ্কর দাস, তিনি একজন নির্দল প্রার্থীর দাদা। তাঁর বাড়ির দেওয়ালে এই ধরণের পোস্টার দেখে আতঙ্কিত তিনি।

যদিও উক্ত পোস্টারের নিচে লেখা রয়েছে রানীনগর অঞ্চল তৃণমূল জিন্দাবাদ। তবুও এই হুমকি পোস্টার তৃণমূলের নয় তৃণমূলকে বদনাম করতেই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্ব, ২৩৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী দিবাকর দাসের। ভোটের আগেই হুমকি পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এই কাজ তৃণমূলকে বদনাম করতে সিপিআই(এম), কংগ্রেস ও বিজেপি একসাথে করেছে বলেই সাফাই দিয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।