Raghunathganj smuggling case বাইকের সাইলেন্সারে লুকিয়ে কী? পাচারের নয়া কৌশলেও শেষ রক্ষা হল না সীমান্তে

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj smuggling case বাইকের সাইলেন্সারের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা! নয়া কৌশলেও হল না শেষ রক্ষা! পাচারকারী বিএসএফের তারায় পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে প্রায় এক কেজি সোনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রঘুনাথগঞ্জের ভারত- বাংলাদেশ সীমান্তের বয়রা ঘাট এলাকায় বিএসএফ জওয়ানেরা সন্দেহজনক এক যুবককে মোটর বাইকে যেতে দেখেন। তখনই ১১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁকে ধাওয়া করতেই বাইক ছেড়ে পালায় ওই যুবক।

Raghunathganj smuggling case  বিএসএফ এর অভিযানে বাইক থেকে উদ্ধার করে প্রায় ১.০৭ কেজি সোনার বিস্কুট। এই সোনার বিস্কুটের বাজার মুল্য কোটি টাকারও উপরে। বিএসএফ সূত্রে খবর খবর এদিন বাইকের সাইলেন্সার থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।