Raghunathganj স্কুলে স্মার্ট টিভি! শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কতটা জরুরি? বার্তা কী?

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj এবার প্রাথমিক স্কুলে স্মার্ট টিভি! মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এই উদ্যোগ। ২০ টি প্রাথমিক স্কুলের হাতে স্মার্ট টিভি তুলে দিল রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতি। ব্লক অফিসে হয় টিভি বিতরণ অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির আর্থিক তহবিল থেকে স্কুলগুলিকে সহায়তা বলে দাবী করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, ব্লক প্রশাসনিক আধিকারিক, রঘুনাথগঞ্জ ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সকলের উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় স্মার্ট টিভির বাক্স।

Raghunathganj মন্ত্রী বলেন-

Raghunathganj প্রতিমন্ত্রী আখরুজ্জামান জানান , পঞ্চায়েত সমিতির ফিনান্সের ফান্ড থেকে রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি একথাও জানান, রঘুনাথগঞ্জ বিধানসভা বা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক নতুন নতুন উন্নয়নের পথ দেখায়। যদি কোন বিদ্যালয় সহযোগিতা চায় স্মার্ট টিভি অথবা কোনরকম শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান পঞ্চায়েত সমিতিকে।

Raghunathganj  স্মার্ট ক্লাসরুম, আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে পড়াশোনার ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকরী হবে বলেই মনে করছে স্কুলগুলি।