নিজস্ব প্রতিবেদনঃ ডুবে যাওয়ার একদিন পর রঘুনাথগঞ্জে ভাগীরথী (Bhagirathi) নদীতে উদ্ধার নিখোঁজ পানশালার কর্মীর দেহ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ রঘুনাথগঞ্জ (Raghunathganj) সদরঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় দেহ। জানা গিয়েছে রণিত পাল সালারের বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি রঘুনাথগঞ্জে একটি পানশালায় কাজ করতেন।
প্রতি সোমবার তিনি রঘুনাথগঞ্জ সদরঘাটে ভাগীরথীতে স্নান করতে আসতেন। এই সোমবারও তিনি তাঁর এক সহকর্মীকে নিয়ে সদরঘাটে ভাগীরথীতে স্নান করতে এসেছিলেন। দুই বন্ধু স্নান করার সময় হঠাৎ রণিত ভাগীরথীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে কিছু দূরে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ Raninagar Boat Collapse: রানীনগরে ডিঙি উলটে মৃত যুবক
এদিন উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, কালকে দুপুর আনুমানিক ২ টো নাগাদ দুই বন্ধু মিলে স্নান করতে এসেছিলেন। তখন ওই ঘটনা ঘটে। থানার মাধ্যমে আমরা খবর পাই। ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করতে পেরেছি।