Raghunathganj News ভাগীরথীতে ভয়ঙ্কর কান্ড! শোকের ছায়া এলাকায়

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদেরঘুনাথগঞ্জে। স্নান করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল এক তরুণী। সোমবার ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ধনপতনগরে। জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ ঐ তরুণী বাড়ির কাছেই ভাগীরথীতে স্নান করতে যায়।  জলে নামতেই তলিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ডুবে যায়। খবর জানাজানি হতেই নদী পাড়ে ভিড় করেন তরুণীর পরিবারের লোকজন।

Raghunathganj News শোকে কাতর তরুণীর মা দীপা মণ্ডল জানান, মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। একাই নদীতে স্নান করতে এসেছিল। সঙ্গে কেউ ছিল না, পাড়ে স্থানীয় লোকজন ছিল। দুর্ঘটনার পরেই খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়রা নিখোঁজ তরুণীর খোঁজে তল্লাশি শুরু করে।