এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj News রাতের অন্ধকারে ব্যাগে একি নিয়ে যাওয়া হচ্ছিল ?

Published on: December 9, 2025

Raghunathganj News রঘুনাথগঞ্জে বোমা তৈরির মশলা সহ গ্রেপ্তার মালদার এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি বারুদ

কিভাবে পুলিশের জালে ধৃত ? 

Raghunathganj News পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার  ( Raghunathganj police station) নবকান্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চন্দন কর্মকার নামে এক ব্যক্তিকে। তার কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ কেজি বারুদ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। এই বারুদ কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।

এই বারুদ কী কাজে ব্যবহার করা হত তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য জানতে চাই পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now