Raghunathganj News সীমান্তে নদী পথে পাচার! পুলিশের জালে বাংলাদেশি যুবক

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News  মুর্শিদাবাদে ফের পুলিশের জালে এক বাংলাদেশি যুবক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে রঘুনাথগঞ্জে গ্রেফতার করা হয় বাংলাদেশি যুবককে। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের মহালদারপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ।

 

Raghunathganj News রঘুনাথগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত মোজিদ শেখ বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। ধৃতের কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে তোলা হয়।   ধৃত মোজিদ সেখের চাঞ্চল্যকর স্বীকারোক্তি,  নদী পথে গরু পাচারের উদ্দ্যেশ্যে সে এদেশে এসেছিল। গোটা ঘটনার তদন্তে পুলিশ।