এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj News বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে

Published on: January 4, 2026
Raghunathganj News 

Raghunathganj News   রবিবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে Murshidabad রঘুনাথগঞ্জের ওমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য ।  দুর্ঘটনা কেড়ে নিল একজনের প্রাণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার ভোরে ফরাক্কার বেনিয়াগ্রাম থেকে একটি লছিমনে চেপে চারজন শ্রমিক কাজে যাচ্ছিলেন। ওমরপুরে জাতীয় সড়কে একটি লরির সাথে লছিমনের সংঘর্ষ ঘটে। রাস্তায় ছিকটে যান লছিমনে থাকা সঞ্জয় হালদার নামে এক শ্রমিক। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনAdhir Ranjan Chowdhury ওড়িশার সম্বলপুরে গেলেন অধীর চৌধুরী, কথা বললেন পরিযায়ীদের সাথে

দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়

 

Raghunathganj News লরির সাথে লছিমনের সংঘর্ষে গেল প্রাণ

আরও পড়ুন Humayun Kabir ওড়িশায় নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে হুমায়ুন কবীর

Raghunathganj News  লছিমনে ছিলেন  শ্রীদাম হালদার নামে একজন। কোনরকমে প্রাণে বাঁচেন তিনি। ঠিক কী ঘটেছিল? দুর্ঘটনার মুহূর্ত বর্ননা করতে গিয়ে তিনি বলেন, সকাল সকাল  বেনিয়াগ্রাম থেকে রঘুনাথগঞ্জের তালাই এলাকায় যাচ্ছিলেন। বহরমপুরের দিক থেকে ফরাক্কার অভিমুখে আসা একটি ১৬ চাকার লরির সঙ্গে লছিমনে থাকা বড় বড় বাঁশ ঠেকে গেলে বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে   লছিমন উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় চারজনই ছিটকে পড়েন। একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন মণ্ডল ও রাজেশ সেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now