Raghunathganj News দীপাবলির মহিলার কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার রঘুনাথগঞ্জে।

Raghunathganj News দীপাবলির আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ৫টি সেভেন এমএম পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার এক মহিলা।
কিভাবে উদ্ধার হল এই আগ্নেয়াস্ত্র ? কী বলছে পুলিশ ?
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে রঘুনাথগঞ্জের উমরপুর মোড় এলাকায় অভিযান চালায় এসওসি টিম ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আটক করা হয় এক বৃদ্ধা মহিলাকে। তার কাছ থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র ও গুলি। ধৃত সাধনা হালদার লালগোলা থানার কৃষ্ণপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতকে হেফাজতে চেয়ে কোর্টে পাঠান হবে। Raghunathganj News দীপাবলির আগে মহিলার কাছে একি উদ্ধার রঘুনাথগঞ্জে














