Raghunathganj News কী কী দাবীতে ব্লক প্রশাসনের দ্বারস্থ Murshidabad জেলা কৃষক সমিতি?

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News  মুর্শিদাবাদেরঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতি।  রবিবার রাতে মিঠিপুরের ঘটনায় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, মৎস্যজীবীদের নিরাপদে মাছ ধরার ব্যবস্থা করার জন্য বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির সদস্য মিজানুর রহমান জানান, সাত দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের জন প্রতিনিধিদের সাথে বি এস এফ আধিকারিকদের বৈঠকের ব্যবস্থার চেষ্টাও চলছে বলেই আশ্বাস মিলেছে।  সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাব।’

Raghunathganj News উল্লেখ্য, রবিবার রাতে রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরে মারধরের অভিযোগে সরব গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, স্থানীয় কয়েকজনের ওপর চড়াও হয় বিএসএফ। বেধড়ক মারধর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে  জানা গেছে, আহতরা জঙ্গীপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বুবাই সিং নামে এক ব্যক্তি  জানান,  কোন কথা নেই আচমকাই  এলোপাথাড়ি ভাবে চড়াও হচ্ছে। মারধর করছে। স্থানীয়দের দাবী, কী কারণে এরকম ঘটছে তদন্ত হোক। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যান রঘুনাথগঞ্জের বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। বিএসএফ এর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন মন্ত্রী। বলেন, ‘বিএসএফ না চাইলে এখান গরু পাচার হতে পারে?  বিএসএফকে সতর্ক করে দিচ্ছি, মানুষের গর্জন বিএসএফ এর জানা নেই।’

Raghunathganj News রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার, জানান, রবিবার রাতে ষষ্ঠীতলায় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন দাবী দাবা নিয়ে ওনারা এসেছিলেন।  একটা চেষ্টা করব। বিএসএফ যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে। বিষয়টি জেনে শুনে উর্ধতন কর্তিপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Raghunathganj News যদিও বিএসএফ এর পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি।