Raghunathganj News গ্রামের রাস্তার ভয়ঙ্কর অবস্থা! আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News  চৈত্রে গঙ্গার জলস্তর নেমেছে বেশ কিছুটা। আর জলস্তর নামতেই অশনি সঙ্কেত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈকণ্ঠপুরে। এই গ্রামেই দেখা দিয়েছে ভাগীরথীর পাড়ে ফাটল। বৈঠণ্ঠপুর কাটানে ঢালাই রাস্তায় চিড় দেখা দিয়েছে। রাস্তার মাঝে বড় বড় ফাটল। বেশ কিছু অংশ বসেও গিয়েছে। আর এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ গ্রামের মানুষজনের। যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। নদী পাড় লাগোয়া ঘর বাড়িও যেকোন সময়ে দুর্ঘটনার কবলে পড়তে পাড়ে বলেই শঙ্কা।

রাস্তায় চওড়া হচ্ছে ফাটল

 

Raghunathganj News  মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক মাস আগে তৈরি হয়েছিল এই রাস্তা। তবে এই ঢালাই রাস্তাতেই দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের দাবি, সপ্তাহ খানেক আগে থেকে নদীর পাশে এই ঢালাই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে শুক্রবার সকাল থেকেই ফাটল আরও চওড়া হতে থাকে। স্থানীয় এক বাসিন্দা টোটো চালক কৃষ্ণচন্দ্র দাস জানান, কোনরকমে রাস্তা দিয়ে যাতায়াত চলছে। যেকোন সময়ে বিপদ ঘটে যাবে। বর্তমানে ভয়ঙ্কর অবস্থা। রাস্তা পুনরায় সংস্কারের দাবি উঠছে।

Raghunathganj News  এলাকা জুড়েই উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা। কার্যত ঘুম উড়েছে সকলের। যদিও ব্লক প্রশাসনের দাবি, সেচ দপ্তরের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেছেন ইতিমধ্যেই। নদীর জলস্তর নামতেই এই ঘটনা ঘটেছে। এলাকায় মানুষকে সচেতন করা হচ্ছে। এই রাস্তার উপর দিয়ে ভারি যান চলাচল নিয়ন্ত্রন করা হয়েছে। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দাস জানান, নদীতে জলস্তর কমে যাওয়ায় মাটিতে টানের সৃষ্টি হয়। ফলে ফাটল হয়েছে। ঢালাই রাস্তা হওয়ায় ফাটল আরও বেশি দৃশ্যমান। সেচ দপ্তর পরিদর্শন করেছে। প্রশাসনের দিক থেকে ভারী যান চলাচল নিষেধাজ্ঞা জারি হয়েছে, মাইকিং চলছে। জরুরি পরিষেবার ক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। যদি পরবর্তীতে ফাটল বাড়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Raghunathganj News  ব্লক প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় আশ্বাস দিলেও স্থানীয়দের মনে এখন আতঙ্ক গ্রাস করেছে। আগামী দিনে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়? পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে? সেদিকেই তাকিয়ে বৈকন্ঠপুর গ্রাম।