Raghunathganj News মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমাবাজি। দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার সকালে তুমুল উত্তজেনার সৃষ্টি হয় সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখানদিয়ার এলাকায। দুই পক্ষের গন্ডগোলে চলে ব্যাপক বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বোমাবাজির ঘটনায় কার্যত থমথমে গোটা এলাকা। সুনসান রাস্তাঘাট। দোকানপাট বন্ধ। ঘরবন্দি এলাকাবাসীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় লাঠি হাতে টহল পুলিশের। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। ঠিক কী কারণে বোমাবাজি? এলাকা দখলকে ঘিরে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের? কারণ এখনও স্পষ্ট নয়। কোন প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্বদের।
Raghunathganj News রঘুনাথগঞ্জে বোমাবাজি। লাঠি হাতে টহল পুলিশের
Published By: Imagine Desk |
Published On:
