Raghunathganj News ফের বাংলাদেশি গ্রেফতার মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জ পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার রাতে জঙ্গিপুর পৌরসভার পচার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে Bangladeshi Arrested। পুলিশ সুত্রে জানা গিয়েছে সুত্র মারফৎ খবর পেয়ে জঙ্গিপুর পৌরসভার পচার মোড় এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ঐ ব্যক্তিকে। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

Raghunathganj News বৈধ কাগজ ছাড়া ভারতে! কী মতলবে?
Raghunathganj News অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় পাইলট আলী নামে ওই ব্যক্তিকে। ধৃত বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ধৃতকে হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এর আগেও একাধিকবার রঘুনাথগঞ্জের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবশকারীদের। ফের ধরা পড়ল একজন। কী উদ্দ্যেশ্যে এদেশে আনাগোনা? কীভাবেই বা প্রবেশ? কে বা কাদের সাহায্যে? ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি চলছে নজরদারিও।








