এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj News রঘুনাথগঞ্জে চুরির কিনারা পুলিশের, কী কী উদ্ধার হল ?

Published on: December 30, 2025

Raghunathganj Newsরঘুনাথগঞ্জের মির্জাপুর হাইস্কুলে চুরির ঘটনার কিনারা করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্তে নেমে চুরির সঙ্গে সরাসরি জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কী অভিযোগে গ্রেপ্তার ? 

Raghunathganj News গত সোমবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন কাজিবুল শেখ, আজমাত শেখ ও মানজারুল শেখ। সকলেই রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা।


Raghunathganj News পুলিশ সূত্রে জানা যায় ২২ শে ডিসেম্বর রাতে মির্জাপুর হাইস্কুলে চুরির ঘটনা ঘটে। ২৩ তারিখ অভিযোগ হয় থানায়। সেখান থেকে অফিস রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে কম্পিউটার, প্রিন্টার সহ একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি যায়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। স্কুল চত্বর ও আশেপাশের এলাকা থেকে বিভিন্ন সূত্র ও তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সূত্র ধরেই সোমবার রাতে অভিযুক্তদের বাড়িতে ও গোপন আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলেও জানা গেছে।

কী দাবি পুলিশের ?

Raghunathganj News মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, চুরি যাওয়া সমস্ত কিছুই উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ৩রা নভেম্বর গনকর স্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটে, সেই সামগ্রীও উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now