এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj News পুলিশের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি

Published on: July 15, 2025
Raghunathganj News

Raghunathganj News শ্রমিকের কাজ করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট  সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুতুবপুর ঘাট দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের খবর পেয়ে সেখানে পৌঁছন আধিকারিকরা। সেখান থেকে মহম্মদ মেজবাউল হক, মহম্মদ জাহাঙ্গীর এবং মহম্মদ সাইফুল ইসলাম নামে তিন বাংলাদেশিকে হাতেনাতে ধরা হয়।

Raghunathganj News তিনজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কৃষ্ণসাইল কুতুবপুর ঘাট দিয়ে নদী পেরিয়ে এপারে এসেছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই তিন ব্যক্তি তা খতিয়ে দেখার পাশাপাশি মঙ্গলবার ধৃত তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now