Raghunathganj News ফের মুর্শিদাবাদে পুলিশের জালে দুই বাংলাদেশী। এবার ঘটনাস্থল রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জের তেঘরি থেকে গ্রেপ্তার কর্দা হয় দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে। মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
Raghunathganj News গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী তেঘরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কাইয়ুম রেজা ও জাহির হোসেনকে। ধৃতরা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা বলেই জানা যায়। কী কারনে অবৈধভাবে ভারতে ঢুকেছিল তাঁরা? সন্দেহজনক গতিবিধির মতলব কী ছিল? সেটাই এখন তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এদেশে অনুপ্রবেশের রহস্য উদ্ঘাটন করার চেষ্টায় পুলিশ।