Raghunathganj News রঘুনাথগঞ্জে পুকুর পাড়ে ড্রামে একি ?

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News ভরদুপুরে রঘুনাথগঞ্জে পরিত্যক্ত জায়গায় উদ্ধার ড্রাম ভর্তি বোমা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। জানা গিয়েছে শনিবার দুপুরে রঘুনাথগঞ্জের জগনন্দবাটি এলাকায় পরিতক্ত যাওয়ায় তিন ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। পুকুর পাড়ে এই বোমা পাহাড়ায় রাখা হয় পুলিশ কর্মীদের। কী কারনে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গত কয়েক দিনে সামশেরগঞ্জ, সুতি, ফারাক্কা থানা এলাকায় উদ্ধার হয়েছে প্রচুর বোমা। এবার রঘুনাথগঞ্জে উদ্ধার হল বোমা। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।