Raghunathganj News ফাঁকা মাঠে কীসের শব্দ! কী ঘটল রঘুনাথগঞ্জে

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj News ফাঁকা মাঠে বিস্ফোরণের শব্দ। কী হল? এই প্রশ্ন আর কৌতূহলের অবসান হল শেষমেশ। উদ্ধার হওয়া ড্রাম ভর্তি বোমা নিষ্ক্রিয় করা হল রবিবার। শনিবার দুপুরে মুর্শিদাবাদেরঘুনাথগঞ্জের জগনন্দবাটি এলাকায়  পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছিল বোমা ভর্তি তিনটি ড্রাম। ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে রাখা হয়। রবিবার উদ্ধার হওয়া সেই বোমাই নিষ্ক্রিয় করার তৎপরতা শুরু হয় সকাল থেকে।  বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল টিম। নিরাপদ স্থানে অত্যন্ত সুরক্ষা বলয়ের মধ্যেই বোমাগুলি নিয়ে যান বম্ব ডিসপোজাল দলের সদস্যরা। এরপর এক এক করে ১৫ টি  তাজা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।  বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে মোতায়েন থাকে মেডিক্যাল টিম।   জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ কঙ্কণ মল্লিক জানান, বোমা উদ্ধার হয়েছে। পুলিশ পিকেট বসেছিল এলাকায়। উদ্ধার হওয়া বোমাই নিষ্ক্রিয় করা হল আজ।