Raghunathganj চেন্নাইয়ে মর্মান্তিক পরিণতি পরিযায়ী শ্রমিকের

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj রঘুনাথগঞ্জের অমরপুর থেকে গিয়েছিলেন চেন্নাই। ভেবেছিলেন পারিশ্রমিক বেশী। কাজ করে উপার্জিত অর্থ দিয়ে  ঋণ শোধ করবেন। মাত্র ২০ দিন হয়েছিল পরিবার ছেড়ে ভিন রাজ্যে যাওয়া। ঘটে গেল মর্মান্তিক পরিণতি। চেন্নাইয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। এই খবর বাড়িতে আসতেই শোকগ্রস্ত গোটা গ্রাম। গত সোমবার দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক বাববুল সেখের। নিথর দেহ গ্রামের বাড়িতে আসে বৃহস্পতিবার। দেহ ফিরতেই কান্নার রোল পরিবারে। চার মেয়ে, দুই ছেলে, স্ত্রী , আত্মীয় সজনেরা আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

Raghunathganj পরিবার সূত্রে জানা গিয়েছে,  রঘুনাথগঞ্জের অমরপুরের বাসিন্দা বাববুল সেখ ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন ২০ দিন আগে। চেন্নাইয়ে কাজ করার সময় গত সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ বৃহস্পতিবার বাড়িতে ফেরে। চোখের জলে শেষ বিদায় পরিবারের। মৃতের ভাই মানিক শেখ জানান, পরিবারের জনই কাজ করতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটে গেল বিপদ। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। অভিভাবক হারা হল পরিবারটি। এদিন পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান  জরুর গ্রাম পঞ্চায়েত প্রধান  ইয়াকুব আলী । মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান।  শ্রমিক পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

Raghunathganj পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার।