Raghunathganj incident জঙ্গিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গোডাউন কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়াল সোমবার। এই পাড়াতেই হালদার বাড়িতে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘরের মধ্যে থেকে উদ্ধার হল এই বাড়িরই বড় ছেলের মৃতদেহ। কেন তরুণের এমন পরিণতি? কী বলছে পরিবার?
Raghunathganj incident জানা গিয়েছে বছর ২১ এর দীপেন্দু হালদার বাবা ও ভাইয়ের সাথে থাকতো। প্রতিদিনই সকালে দেরীতে ঘুম থেকে উঠতো সে। সোমবার বেলা ১১টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে আসে তাঁর বাবা। তখনও ছেলে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু হয়। সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভাঙতেই ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। মৃতের বাবা আনন্দ হালদার জানান, কী কারণে ছেলে এমন ঘটনা ঘটাল বুঝে উঠতে পারছেন না। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।