Raghunathganj incident সারা রাত নিখোঁজ! সকালে মিললো নিথর দেহ! রহস্য ঘনাচ্ছে রঘুনাথগঞ্জে

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj incident সারা রাত ধরে ছিল না খোঁজ। দিনের আলো ফুটতেই সামনে এলো ভয়ঙ্কর কাণ্ড। বাড়ির পেছনে গলির মধ্যে পড়ে নিখোঁজ ব্যক্তির নিথর দেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জের সম্মতিনগর নিউ মার্কেট সংলগ্ন এলাকায়। মৃতের নাম নাসিম সেখ, ফেরির ব্যবসা করতেন। মাথায় আঘাতের চিহ্ন থাকায় খুনের অভিযোগ পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাংসারিক অশান্তিতে ঘর ছাড়ে স্ত্রী, ছেলে। বৃদ্ধ মায়ের সাথেই আহমদপুর এলাকায় থাকতেন নাসিম শেখ। নাসিম সেখের মা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বাজারে গিয়েছিলেন। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। যদিও কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ির পেছনে গলির মধ্যে নাসিম শেখের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহ উদ্ধারের পর ঘনাচ্ছে রহস্য। কীভাবে মৃত্যু যা নিয়ে ধোঁয়াশায় পরিবার, পরিজনরা। কোন শত্রুতা থেকে খুন? নাকি আত্মহত্যা করেছেন? কিনারা পেতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য পাঠানো হয়।