Raghunathganj incident বিপুল পরিমান হেরোইন সহ রঘুনাথগঞ্জে গ্রেপ্তার লালগোলার এক ব্যক্তি

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj incident রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকা থেকে হেরোইন সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত ব্যক্তি লালগোলার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পেয়ে বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মঙ্গলজন এলাকায় তল্লাশি চালায়। সেখানেই ফারাক্কার দিক থেকে লালগোলার দিকে যাওয়া একটি বাইক আটক করে পুলিশ। গাড়িতে থাকা ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২০০ গ্রাম হেরোইন। ঘটনাস্থলে যান রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দাস। মুকলেসুর রহমান নামে ধৃত ঐ ব্যক্তি লালগোলার ফতেপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। বিপুল পরিমান হেরোইন কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল! ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।