Raghunathganj ঘাড়ে ঝোলানো ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। রবিবার ভরদুপুরে রঘুনাথগঞ্জের তালাই মোড় সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান। পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। যুবকের কাছে থাকা বব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রঘুনাথগঞ্জ থানার পুলিশ তালাই মোড় এলাকায় ঐ যুবককে আটক করে। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি হেরোইন। গ্রেপ্তার করা হয় কুরবান শেখ নামে ঐ যুবককে। ধৃত যুবক রঘুনাথগঞ্জের কৃষ্ণসাইল গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
Raghunathganj এত টাকার মাদক?
Raghunathganj বিপুল পরিমাণ মাদকের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এত টাকার মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতকে হেফাজতে চেয়ে কোর্টে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।