Raghunathganj Assembly জঙ্গিপুরে সাংসদের সংবর্ধনা সভা থেকেই শোনা গেল ২৬’এ বিধানসভা ভোটের প্রস্তুতির কথা। জঙ্গিপুর লোকসভায় জয় এসেছে তৃণমূলের। ফের জিতেছেন খলিলুর রহমান ( Khalilur Rahaman) । কংগ্রেসের ( Indian National Congress ) মর্তুজা হোসেনকে হারিয়ে ১,১৬, ৬৩৭ ভোটে জয়ী হয়েছেন খলিলুর রহমান । তবে ২ বিধানসভায় ছিলেন পিছিয়ে । রঘুনাথগঞ্জ বিধানসভায় লিড থাকলেও । ব্যবধান ছিল মাত্র ৩, ৭৫৭। কেন এত কম লিড ? প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই।
Raghunathganj Assembly লোকসভা ভোটে কোন দল কতো ভোট পেয়েছে রঘুনাথগঞ্জ বিধানসভায় ?
রঘুনাথগঞ্জে তৃণমূল ভোট পেয়েছে ৭৭১২৬ ভোট। কংগ্রেস এখানে ভোট পেয়েছে ৭৩৩৬৯ ভোট। বিজেপি এখানে অনেকটাই পিছিয়ে, তাদের ভোট এখানে ২৭০৫৭ ভোট।
২০২১’এর বিধানসভায় কেমন ছিল ভোট ?
Raghunathganj Assembly ২০২১ সালে রঘুনাথগঞ্জে ১,২৬,৮৩৪ ভোট পেয়েছিলেন আখরুজ্জামান। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। বিজেপির ভোট ছিল ২৮,৫২১। নির্দল প্রার্থী পেয়েছিলেন ১৬,২৪৪ ভোট। কংগ্রেসের প্রার্থী পান ১২,৭৯৯ ভোট। রঘুনাথগঞ্জে অনেকটাই ভোট বাড়িয়েছে কংগ্রেস। বিধানসভার ভোটের নিরিখে যেটা তৃণমূলের কাছে চিন্তার কারণ।
সেই রঘুনাথগঞ্জেই এবার সংগঠনে জোর তৃণমূলের। রবিবার রঘুনাথগঞ্জের বিধায়ক, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে হল নির্বাচিত সাংসদের সংবর্ধনা সভা। এদিন, দলের জেলা সভাপতি খলিলুর রহমানের গলায় ছিল, ছাব্বিশে ভোট বাড়ানোর বার্তা । ভাষণ দিতে উঠে খলিলুর রহমান বলেন, রঘুনাথগঞ্জে লিড বাড়াতে হবে। আরও বেশি ভোটে বিধানসভায় জেতাতে হবে মন্ত্রীকে।
Raghunathganj Assembly এদিনের সভা থেকে একুশে জুলাইয়ের মিটিং’এরও টার্গেট বাঁধলেন নেতারা। ডাক দেন হাজার হাজার কর্মীকে কলকাতা নিয়ে যাওয়ার। এদিন সভায় বিদ্যুৎপ্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আরও জনপ্রিয় করার জন্য প্রচার করবে তৃণমূল কর্মীরা।