Raghunathganj Arrest পুলিশের জালে পাচারকারী, হোটেল থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj Arrest মাদক পাচার চক্রে গ্রিন করিডোর রঘুনাথগঞ্জ! সুযোগ বুঝে জাল বিস্তার করছে ড্রাগ পেডলার ও রিসিভাররা? সম্প্রতি প্রকাশ্যে আসা একের পর এক ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন। আবারও উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল থেকে গ্রেফতার করা হল এক মাদক পাচারকারীকে। ধৃতের নাম নাজির হোসেন। লালগোলার বিলবোড়া গ্রামের বাসিন্দা। পাচারকারীর কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় ৪০ লক্ষ টাকা। রবিবার সকালেই ৩ কেজি ব্রাউন সুগার সহ কুরবান শেখ নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসে নাজিরের নাম। রাতেই অভিযান চলে হোটেলে।

Raghunathganj Arrest গোটা ঘটনায় জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম জানান, দুদিন আগেই রঘুনাথগঞ্জে ড্রাগ পেডলারকে ধরা হয়। প্রচুর পরিমাণে ব্রাউন সুগার পাওয়া গিয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৪০ লক্ষ টাকা মতো উদ্ধার হয়েছে।

Raghunathganj Arrest প্রায়ই জঙ্গীপুর পুলিশ জেলায় মাদক পাচারের খবর সামনে আসছে। যে প্রসঙ্গে পুলিশ কর্তা জানান, মাদক পাচারের কোন নির্দিষ্ট জায়গা নেই। জাতীয় সড়ক হোক বা লালগোলাগামী জায়গায়- করিডোর হিসেবেই ব্যবহার করা হচ্ছে। এর আগেও বিহার, উত্তরবঙ্গের লোকদের ধরা হয়েছে। এরা কলকাতার দিকে যায় করিডোর হিসেবে। গোপন সূত্রে খবরের উপর ভিত্তি করেই রেড হয়। এই ঘটনাটাও একইরকম।

Raghunathganj Arrest পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। কতদিন ধরে এই কারবার চলছিল? আর কে কে যুক্ত? ধৃত দুজনকে হেফাজতে নিয়ে পুরো চক্রের হদিশ পেতে চাইছে রঘুনাথগঞ্জ থানা।