Raghunathganj accident সোমবার ডিউটিতে যাচ্ছিলেন। স্বামীর সঙ্গে বাইকে চেপে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু কেই বা জানত! থেমে যাবে জীবন! অকালেই চলে যাবে তরতাজা প্রাণ! জঙ্গিপুর হাসপাতালে ডিউটিতে যাওয়ার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল নার্সের। স্বামীর বাইক থেকে পরে মৃত্যু হয় তাঁর। জানা যায়, এদিন দুপুরে স্বামীর বাইকে চেপে রঘুনাথগঞ্জের রাজানগরের বাসিন্দা মৌসুমি দাস জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দ্যেশ্যে রওনা দেন। বাড়ি থেকে কিছুটা যেতেই অসাবধনতাবশত বাইক থেকে রাস্তায় পরে যান মৌসুমি দাস। তাকে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। কান্নায় ভেঙে পড়েন স্বামী। শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। শোকস্তব্ধ সহকর্মী, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। এভাবে সহকর্মীকে হারাতে হবে কল্পনাও করতে পারেন নি কেউ!
Raghunathganj accident হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা! মর্মান্তিক পরিণতি নার্সের
Published By: Imagine Desk |
Published On: