এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Raghunathganj Accident ভয়ংকর বাইক দুর্ঘটনা রঘুনাথগঞ্জে। গেল ৩ প্রাণ

Published on: July 18, 2024
Raghunathganj Accident

Raghunathganj Accident   বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের Murshidabad  রঘুনাথগঞ্জে Raghunathganj  ভয়ঙ্কর এক  দুর্ঘটনায় মৃত্যু হলে ৩ জনের। প্রত্যেকের বয়সই ২৫’এর ও কম।  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে  সঞ্জিত মণ্ডল, ভাদু মণ্ডল ও শুভ মণ্ডল নামের তিন যুবকের । রঘুনাথগঞ্জের মির্জাপুর-দ্বীপচর পাড়া এলাকায় রঘুনাথগঞ্জ-সাগরদিঘি রাজ্য সড়কে  এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাদের অবস্থার  অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

Raghunathganj Accident সঞ্জিত মণ্ডলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার দ্বীপ চরপাড়ায়  । প্রয়াত ভাদু মণ্ডল এবং  শুভ মণ্ডলের বাড়ি আইলের ওপর গ্রামের  জংলা পাড়াতে। আহত হয়েছেন পূজা মন্ডল নামের এক ছাত্রী।  শুভ মণ্ডলের বাইকে  মির্জাপুর স্কুলে যাচ্ছি ওই ছাত্রী। সেই সময়ই সাগরদিঘির দিক থেকে অন্য একটি বাইকের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি দুর্ঘটনা ঘটে।  স্থানীয়দের দাবি, দুটি বাইকের গতি বেশি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now