নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ রঘুনাথগঞ্জে জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের। গুরুতর আহত আরও দুই যুবক। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ তিন যুবক বহরমপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের বাজারপাড়া এলাকায় যাচ্ছিলেন। বাইকে ছিল তিনজন। পথে জাতীয় সড়কে দাসপাড়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক লরিতে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পরেন তিন যুবকই। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাজারপাড়া এলাকার বাসিন্দা শশাঙ্ক প্রামানিকের। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।