মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির । প্রতিবাদে পথঅবরোধ করে বিক্ষোভ স্থানীয়দে র। বেপরোয়া গাড়ির দৌরাত্ম কমানোর দাবিতে প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে অবরোধ । পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাতটা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে সাগরদীঘিতে পিডিসিএল এ কাজের জন্য যাচ্ছিলেন রঘুনাথগঞ্জের নিসতা এলাকার বাসিন্দা বাবলু মণ্ডল।
পথে সাড়ে সাত’টা নাগাদ রঘুনাথগঞ্জের ধলো এলাকায় একটি বেপরোয়া ডাম্পার তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৮ এর বাবলু মণ্ডলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ তুলতে গেলে স্থানীয়দের বাঁধার মুখে পরে পুলিশ । সাগরদীঘি রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে ভারি গাড়ির উপর নিয়ন্ত্রনের দাবিতে সোচ্চার হন স্থানীয়রা। প্রায় ঘণ্টা তিনেক পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।