Raghu Dakat বহরমপুরে দেবকে দেখতে জনজোয়ার। নাচলেন, গাইলেন রঘু ডাকাত

Published By: Imagine Desk | Published On:

Raghu Dakat শুক্রবার সন্ধ্যায় মানুষের ভিড় উপচে পড়ল বহরমপুরের ওয়াইএমএ মাঠে। এই মাঠেই  রঘু ডাকাত সিনেমার  প্রোমশনে এলেন  তাকরা সাংসদ দেব। বহরমপুর ওয়াইএমে মাঠে শুক্রবার সন্ধ্যায় হয়ে গেল রঘুডাকাত Raghu Dakat সিনেমার প্রমোশন। দেব দর্শনে বৃষ্টি মাথায় ভিড় জমান আট থেকে আশি। হরিহরপাড়া থেকে জঙ্গিপুর।

Raghu Dakat
Raghu Dakat ছবির প্রোমশনে ভিড়

 

Raghu Dakat মুর্শিদাবাদের সব প্রান্ত থেকে এসেছিলেন সিনেমা ভক্তরা।

সন্ধ্যায়  ওয়াইএমএ  মাঠে স্টেজে ওঠেন দেব । উচ্ছ্বাসে ফেটে পড়েন দেব ভক্তরা। নিজের সিনেমার কথা এদিন মঞ্চ থেকে বলেছেন দেব। বলেছেন রঘু ডাকাতের লুক আনতে কাটেন নি দাড়ি। সিনেমার গানে গলাও মেলান তারকা সাংসদ।

Raghu Dakat বহরমপুরে এসে দেব জানালেন, এই শহরের সিনেমাহলেও রিলিজ করবে রঘু ডাকাত। ছিলেন রঘু ডাকাত সিনেমার পরিচালক  ধ্রুব বন্দ্যোপাধ্যায় । এদিন দেবের সঙ্গেই ছিলেন রঘুডাকাত সিনেমার কলাকুশুলীরা ।

See also  DurgaPuja2022: এবার পুজোয় কী চমক দিচ্ছে অরিজিৎ সিংহের ধৃতি ফাউন্ডেশন ?