ট্রাকে ধাক্কা মারল রাধিকাপুর এক্সপ্রেস ! ফারাক্কায় মাঝরাতে ইঞ্জিনে আগুন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ  মুর্শিদাবাদের ফারাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল রাধিকারপুর এক্সপ্রেস। রেল লাইনের উপরে চলে আসা ট্রাকে ধাক্কা মারে ইঞ্জিন। ধাক্কা লেগে আগুন লেগে যায় ইঞ্জিনে। যদিও এড়ানো  গিয়েছে বড় বিপদ। রবিবার রাতে ফারাক্কায় বল্লালপুরে রেল লাইনের উপর চলে আসে  বালি বোঝাই একটি ট্রাক।  যাত্রীদের বাঁচাতে ব্রেক কষেন চালক। তাতেও এড়ানো যায় নি ধাক্কা।
রবিবার রাত ১.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যদিও প্রাণহানির কোনও খবর নেই। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। আপ রাধিকাপুর এক্সপ্রেস রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই থমকে যায় ট্রেন। মাঝরাতে আটকে পড়েন যাত্রীরা।