পুজো মানেই ‘নতুন লুক’। ফিটনেসে নতুন লুক খুঁজছে শহরের নতুন প্রজন্ম। পুজোর আগে তাই ভিড় বাড়ছে জিমগুলিতেও।
করোনাকালে বহুদিন ফাঁকা পরে থাকার পর পুজোর দৌলতে ফের গমগমে শহরের জিম ও ফিটনেস সেন্টারগুলি । ট্রেড মিলে ক্রমাগত দৌড়ানোর শব্দ, ক্রস চেন, কার্ডিও-ভাস্কুলার ট্রেনিং, প্রশিক্ষকের কড়া নজরদারিতে ক্লান্ত মুখে আরও এক সেট ল্যাট পুল – অর্থাৎ যে ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল শহরের জিমগুলো, তার সবই ফিরে এসেছে পুজোর মুখে। তবে, জিম ও ফিটনেস সেন্টারের প্রশিক্ষকরা চাইছেন, শুধু পুজোর মুখে নয়, শরীরচর্চার প্রতি এই আগ্রহ যেন সারা বছরই বজায় থাকে।
ফিটনেস ট্রেনার শংকর জানাচ্ছেন, অনেকেই ভাবেন পুজোর আগে এসে ফিট হয়ে যাবেন। কিন্তু এই ভাবনার থেকে ভালো যদি সারা বছর শরীরচর্চা করেন।
করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমতেই পুজোর মুখে জিমে ভিড় জমাতে শুরু করেন স্বাস্থ্য সচেতনরা। উদ্দেশ্য একটাই – যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করে তোলা এবং একই সঙ্গে টোনড ফিগারের অধিকারী হওয়া। চেহারায় এমন তাড়াতাড়ি মেক-ওভার আনার পরিকল্পনায় মুখে হাসি অনেকেরই।