Pujo: আগে ছিল সাপের ভয়, এখন মাছের ভয়; পদ্মচাষিদের পুজোর কথা

Published By: Madhyabanga News | Published On:

পুজোতে চাহিদা বেড়েছে পদ্মের। তবে হাসি নেই পদ্মচাষিদের মুখে।  পদ্মফুলের পাশেই থাকে সাপ। অসাবধান হয়ে পা ছোঁয়ালেই বিপদ আছে। বিপদ জেনেও জলে নেমে পদ্ম ফুল তুলে আনেন পদ্ম ফুলের চাষিরা । তবে  রঘুনাথগঞ্জ থানার জামুয়ার গ্রামের পদ্ম ফুলের চাষ এখন  সঙ্কটের মুখে।  গ্রামের প্রায় ১৫  টি পরিবার এই পদ্মফুল চাষের সাথে যুক্ত ছিল। পুকুর লিজ নিয়ে হতো পদ্ম চাষ। কিন্তু পুকুর মালিকরা এখন মাছ চাষে আগ্রহী। পদ্ম চাষের জন্য পুকুর পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন চাষিরা ।

লড়াই কার্যত এখন মাছের সাথে। মাছ চাষে বন্ধ হয়ে যাচ্ছে পদ্মের চাষ। আগে  জামুয়ার গ্রামের পদ্ম ফুল শুধু জঙ্গীপুরের বাজার নয় পৌঁছে যেত  বীরভূম,  মালদা , কোলকাতা,  ঝাড়খন্ড সহ বিভিন্ন এলাকার বাজারে ।

তবে এখন ভিনরাজ্য থেকে ফুল নিয়ে আসতে হচ্ছে ব্যবসায়ীদের। চাষিরাও  মোটরসাইকেল  করে ঝাড়খণ্ড থেকে ফুল নিয়ে এসে বিক্রি করছেন জঙ্গীপুরের বাজারে।