Puja Promoting Sustainability পরিবেশ বান্ধব মাদুরের মণ্ডপ বহরমপুরের অনামী ক্লাবে

Published By: Imagine Desk | Published On:

Puja Promoting Sustainability পুজোতেও এবার পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা। বহরমপুরে অনামী ক্লাবে  পরিবেশ বান্ধব মাদুর দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে থিমের ছোঁয়া। এবার পরিবেশ বান্ধব মাদুরের মণ্ডপ সজ্জা করে তাক লাগিয়েছে বহরমপুরের বিষ্ণুপুর অনামী ক্লাব। এবার তাদের পুজো ৭৩ তম বর্ষে। পুরো মণ্ডপ জুড়েই রয়েছে মাদুরের উপর নানা কারুকার্য।

Puja Promoting Sustainability প্রতিমা এখানে ডানা মেলে রয়েছে। সকলেই যেন পরিবেশ রক্ষার ডাক দিচ্ছে। মূলত প্লাসিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহার বাড়াতে সচেনতার বার্তা দেওয়া হয়েছে মণ্ডপ সোজ্জা জুড়ে। এই সময় কালে দাঁড়িয়ে অনেকেই আধুনিকতার যুগে পরিবেশ বান্ধব মাদুরের ব্যবহার ভুলতে বসেছে। সেই মাদুরের ব্যবহার যাতে আবার ফিরে আসে সেই লক্ষ্যেই এবার পুজো কমিটির এই উদ্যোগ বলে জানান বিষ্ণুপুর অনামী ক্লাবের সম্পাদক সৌরিশ বসু।  মাদুরের মণ্ডপ দেখতে ভিড় জমছে এই পুজো মণ্ডপে। ৮ থেকে ৮০ সকলেই ঘুরে দেখছেন এই মণ্ডপ।