ফের মুর্শিদাবাদে আসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, জানালেন অধীর

Published By: Madhyabanga News | Published On:

বাদশা সেখ, বহরমপুরঃ ভাগীরথী নদীর উপর বাইপাস থেকে মুর্শিদাবাদের নশীপুর রেলসেতু। জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ বহুদূর এগিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি। জেলার উন্নয়ন নিয়ে রয়েছে একাধিক সমস্যাও। সেই সব সমস্যাই তুলে ধরা হবে এবার পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির সামনে। মঙ্গলবার বহরমপুরের সাংসদ তথা সংসদের পাবলিক অ্যাকাউন্টস্ কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী জানান, খুব দ্রুতই মুর্শিদাবাদে আসবেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা।এদিন এক ভিডিও বার্তায় অধীর বলেন, “পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ে অথারিটি ও রেলের অথরিটিকে আমি সরকারিভাবে মুর্শিদাবাদ জেলায় নিয়ে যাবো। মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যাগুলিকে আমি নিজে হাতে দেখাতে চাই”। অধীর দাবি করেছেন, অনেক চেষ্টা করে বাইপাস খোলা রাখা হয়েছে। ওই ব্রিজ দ্রুত চালু করতে হবে। বাইপাসের জন্য সার্ভিস রোড তৈরির বিষয়ে তিনি কেন্দ্রকে চাপ দেবেন বলেও জানান অধীর। এদিন তিনি বলেন, “বড়ুয়ার মোড়কে যানজট মুক্ত করার জন্য প্রয়োজন হলে এনএইচ ‘এর উপরে ব্রিজ তৈরী করা যায় কিনা সেই চেষ্টাও আমার তরফ থেকে থাকবে”। অধীরের দাবি, রেলের সমস্যা সমাধান করার জন্যও আলোচনা হবে। কাশিমবাজার রিং রোডের ডাম্পিং গ্রাউন্ড ওই এলাকার বাসিন্দাদের কাছে জ্বলন্ত সমস্যা। সরকারি আধিকারিকদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হবে বলেও জানিয়েছেন অধীর।

২০২১ এর শুরুতে বহরমপুর স্টেশন সংলগ্ন শিল্প তালুকে একটি বেসরকারি হোটেলে প্রথমবার বসেছিল পিএসি কমিটির বৈঠক। পিএসি কমিটির শতবর্ষ উপলক্ষে সেবারই প্রথম দিল্লির দরবার ছেড়ে বাংলায় এসেছিলেন কমিটির সদস‍্যরা। তিন দিনের সেই বৈঠকের আলোচনায় উঠে এসেছিল পাট, পানীয় জল, ও গঙ্গা দুষণের কথা। তবে লোকসভা ভোটের মুখে পিএসসি-র বৈঠক নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বহরমপুর-মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি অপূর্ব সরকার বলেন, “ ভোটের মুখে চমক দিতে পিএসি কমিটির বৈঠক ডেকেছেন অধীর বাবু। ক্ষমতার অপব‍্যবহার করছেন।” বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, “ জেলায় পিএসির বৈঠক ডেকে বুড়ো ঘোড়া অধীর চৌধুরী ভোটের আগে চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন।”