এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বাংলায় ‘ন্যায় যাত্রা’র কমিটি গঠন করল প্রদেশ কংগ্রেস

Published on: January 18, 2024

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাংলাতেও ২৫ তারিখ থেকে শুরু হবে এই পদযাত্রা। সেই উপলক্ষে বুধবার দুটি কমিটি গঠন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে ‘ন্যায় কমিটি’ এবং ‘ওয়ার রুম কমিটি’ গঠন করেছে প্রদেশ নেতৃত্ব। সুষ্ঠভাবে এই কর্মসূচি সম্পন্ন করতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। ন্যায় কমিটির অধীনে ১১টি সাব কমিটি তৈরি করা হয়েছে। তারমধ্যে পরিবহণ কমিটি যেমন আছে তেমনি স্বাস্থ্য ও খাদ্য কমিটিও আছে। সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যমের যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে সৌম্য আইচ রায়কে।

ওই কমিটির পাশাপাশি নিলয় প্রামাণিককে চেয়ারম্যান করে ১৬ জনের একটি “ওয়ার কমিটি” গঠনের কথা লিখিতভাবে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী। বাংলায় দুটি পর্যায়ে সাতটি জেলা জুড়ে এই পদযাত্রা যাবে। প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ে দক্ষিণবঙ্গ হয়ে মধ্যবঙ্গে হবে পদযাত্রা। বিধানভবনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ কথা জানান। প্রথমে কোচবিহার হয়ে শিলিগুড়ি পরে উত্তর দিনাজপুর হয়ে মুর্শিদাবাদে ঢুকবে ন্যায় যাত্রা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now