মুর্শিদাবাদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের তালিকা প্রকাশের পরে ও বিক্ষোভ চাকরি প্রার্থীদের। অভিযোগ জেলার ৪১টি সার্কেলের কোথায় কত শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ তথ‍্য ছাড়া তালিকা প্রকাশ করে সংসদ। অভিযোগ, সংসদ দুটি স্কুলের তালিকা তুলে ধরে এক একজন তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের কাছে। অথচ মেধা তালিকা অনুযায়ী স্কুল বেছে নেওয়ার কথা মেধাবীদের। সেই সুযোগ না দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চাকরি প্রার্থীরা।

মঙ্গলবার সকাল এগারোটায় জেনারেল ক‍্যাটাগোরির কাউন্সেলিং ছিল। স্কুল বাছতে এসে চাকরিপ্রার্থীরা দেখেন যার ডোমকলের স্কুল পাওয়ার কথা তাকে শমসেরগঞ্জের স্কুলের ঠিকানা দেওয়া হচ্ছে। এরফলে বাড়ির কাছে চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। ফলে তাঁরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে চার ঘন্টা পর সংসদ চাকরি প্রার্থীদের অভিযোগ মেনে নেয়। পুর্ণাঙ্গ শূন্যপদের তালিকা প্রকাশিত হলে বিক্ষোভ ওঠে।