মাসুদ আলি, সামসেরগঞ্জ, ০৭ নভেম্বরঃ স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা ২২৯ জন কিন্তু স্কুলে রয়েছেন মাত্র দুজন শিক্ষক। মঙ্গলবার স্কুলে দেখা গেল, আসেন নি এক শিক্ষক। স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ চন্দ্র দাসকে । মঙ্গলবার স্কুলে শিক্ষক নিয়োগের দাবীতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । অভিভাবকদের দাবি সামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক স্কুলে একজন শিক্ষকের পক্ষে ৪টি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ব্যাহত হচ্ছে পঠন পাঠন থেকে মিডডে মিল। ভারপ্রাপ্ত শিক্ষকদের দাবি , স্কুলে শিক্ষকের অভাবের কথা আধিকারিকদের জানিয়েছেন তিনি। কোন সমাধান হয় নি।
২২৯ জন পড়ুয়ার জন্য ২ জন শিক্ষক ! সামসেরগঞ্জে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ
Published By: Madhyabanga News |
Published On:
