Murshidabad Medical College শুক্রবার সকালে পরিচারিকা, আয়াদের বিক্ষোভ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের এমএসভিপি’র অফিসের বাইরে বসে বিক্ষোভ দেখান আয়ারা। আয়াদের দাবি, মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ঢুকতে সমস্যা হচ্ছে তাদের। গেটপাস সব সময় পাওয়া যায় না। তাই কাজে অসুবিধা হয়। গেট পাস নিয়ে রোগীর আত্মীয়দের সাথে প্রতিনিয়ত ঝামেলা, সিকিউরিটি গার্ডের সাথে বচসা হয়, একাধিক সমস্যা হয় কাজের জায়গায়।
এদিন হাসপাতাল কতৃপক্ষের সাথে আলোচনা হয় আয়াদের।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলী জানান, আয়া বলে কোন পদ নেই। তবে রোগীর পরিবারের সদস্য হিসেবে ওয়ার্ড়ে থাকেন তারা। সমস্যা মেটানো হয়েছে। ঢুকতে হবে গেট পাস নিয়ে।
Murshidabad Medical College মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আয়াদের বিক্ষোভ, কাজের দাবি
By Imagine Desk
Published on: October 25, 2024














