নিজস্ব প্রতিবেদনঃ আচমকাই বদলি করে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের Murshidabad Medical College অধ্যক্ষ অমিত দাঁকে Amit Dan। বৃহস্পতিবার তাঁর বদলির অর্ডার এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে স্পেশাল সেক্রেটারি (মেডিক্যাল এডুকেশন) পদে তাঁকে বদলি করা হয়েছে। দুর্গাপুজোর মুখে এই বদলি।
Murshidabad Medical College News তবে পরবর্তী অধ্যক্ষ কে হচ্ছেন সেই বিষয়ে এদিন রাত পর্যন্ত কোনও খবর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন এই বদলি অর্ডার পেয়ে হাসপাতালের সুপার অনাদি রায়চৌধুরীকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর এদিনই তিনি কলকাতায় স্বাস্থ্য ভবনে গিয়ে কাজে যোগ দেন। এদিন আচমকা এই বদলি ও এদিনই স্বাস্থ্য ভবনে যোগ দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহলে চর্চা শুরু হয়েছে। পরবর্তী অধ্যক্ষ হিসেবে একাধিক নাম উঠে আসছে। তবে এক মহিলা স্বাস্থ্য আধিকারিক এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Lalgola Padma Erosion পদ্মার ভাঙনে বিপর্যস্ত Murshidabad এর তারানগর, পরিদর্শনে জনপ্রতিনিধিরা