সাহিন আখতার : মুর্শিদাবাদ – দূর্গাপুজার আনন্দের পরে পূজার ছুটির মধ্যে বিদ্যালয়ে আনন্দোচ্ছ্বলে ও খেলাচ্ছলে পঠন পাঠনের ব্যবস্থা করে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ চক্রের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের সৃষ্টিশীল উদ্যোগ সবার নজর কেড়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সঙ্গে কিছু অতিথি শিক্ষক-শিক্ষকার সম্মিলিত উদ্যোগে সব ক্লাসের খুদে কচিকাঁচাদের নিয়ে এক বিশেষ পঠন পাঠনের ব্যবস্থা গ্রহণ করে । বিশেষতঃ প্রাক্ প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঠিক রীতি অনুযায়ী সুন্দর হাতের লেখা , তৃতীয়ও চতুর্থ শ্রেণীর গণিত ও ইংরাজী বিষয়ের উপর পঠন পাঠন, সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্রাফ্ট এর কাজ ।পূজাবকাশের মধ্যেও কচিকাঁচারা বেশ মহানন্দে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহী ছিলেন ।
এ ব্যাপারে সকল অভিভাবক -অভিভাবিকাদের উৎসাহেরও বিন্দুমাত্র ঘাটতি ছিল না । কালীপূজা আগের পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত খেলা ও গল্পোচ্ছ্বলে ও আনন্দোচ্ছলে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছিল । প্রথম দিনের পড়ুয়াদের উপস্থিতি ভালো ছিলো । কিন্তু দিন বাড়ার সাথে সাথে উপস্থিতির হারও বেড়ে যায় ভীষণভাবে । স্কুল কর্তৃপক্ষের দাবি এটা প্রমান করে যে তারা এই বিশেষ পঠন পাঠনে কতটা আগ্রহী ও উৎসুক।শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিশুদের আগ্রহশীল মননে এক নব দিগন্তের সূচনার উদ্বোধন হোক ও তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হোক বিদ্যালয় আরো এগোক সকলেই তা চান কচিকাঁচা দের স্বার্থে।