Price of Potato: চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম চিন্তায় আলুর চপ বিক্রেতারা

Published By: Imagine Desk | Published On:

Price of Potato আলুর পুর ভরা তেতুল জলে ডোবানো ফুচকা থেকে গরম গরম আলুর চপ থেকে পেঁয়াজি আর কত কিছু। এই সমস্ত মুখরোচক খাবারের নাম শুনলেই মুখে জল আসা স্বাভাবিক। কিন্তু গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী আলুর দাম (Potato Price)। তার ওপর আলু ইউনিয়নের ধর্মঘট। ফলে বাজারে আলুর দাম ছুঁয়েছে ৪০ টাকা কিলো। পাশাপাশি বাড়তি দাম পেঁয়াজেরও।

এইমত অবস্থায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আলু এবং পেঁয়াজ-এর ওপর নির্ভর করে থাকা ছোট ব্যবসায়ীদের। বাড়তি দামের ফলে চপ ব্যবসায়ী থেকে ফুচকাওয়ালা সবাই চিন্তায়। এইভাবেই দাম বাড়লে কীভাবে চলবে ব্যবসা বলছেন চিন্তা প্রকাশ করছেন ছোট ব্যবসায়ীরা।

আলু, পেঁয়াজ-এর দাম তো বাড়ছে কিন্তু বিক্রি হওয়া দ্রব্যের দাম বাড়াতে পারছেন না বিক্রেতা। তাই লাভের পরিমাণ কমেছে অনেকখানি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

দীর্ঘ তিন দিনের ধর্মঘটে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা। এইভাবেই যদি দাম বৃদ্ধি পায় তবে আলুর দাম বৃদ্ধি পাবে আরও বলে জানাচ্ছেন সবজি বিক্রেতারা। সাধারণ মানুষ থেকে ছোট খাদ্য ব্যবসায়ীদের চিন্তায় মাথায় হাত। কবে কমবে দাম সেই আশায় তাকিয়ে সবাই।