Pradipta Bhattacharyya কলকাতা ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এ দেখানো হচ্ছে বহরমপুরের প্রদীপ্ত ভট্টাচার্যের সিনেমা। শুধু তাই নয়, প্রদীপ্তর “ নধরের ভেলা” কলকাতা চলচিত্র উৎসবের আন্তর্জাতিক ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র ভারতীয় সিনেমা। এই কৃতিত্বের জন্য প্রদীপ্তকে অভিনন্দন জানিয়েছে এসআরএফটিআই। বর্তমানে এই প্রতিষ্ঠানেই পড়াচ্ছেন রূপকলা কেন্দ্রের প্রাক্তনী প্রদীপ্ত। বহরমপুর শহরের সঙ্গে নিবিড় যোগ রয়েছে প্রদীপ্তর। পড়াশোনা করেছেন বহরমপুর জেএন একাডেমিতে। এই শহরেই রয়েছে প্রদীপ্তর বাড়িও।
আরও পড়ুনঃ ছোটদের হতে ছোটদের ছবি , শেখালেন প্রদীপ্ত ভট্টাচার্য্য
Pradipta Bhattacharyya নধরের ভেলা আগেও পুরষ্কৃত হয়েছে
নধরের ভেলা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র ভারতীয় ছবি হিসাবে মনোনীত হওয়ায় খুশি বহরমপুরের মানুষও। এর আগে কানাডায় IFFSA Toronto তে সেরা আন্তর্জাতিক ছবি হিসাবে পুরস্কৃত হয়েছিল নধরের ভেলা। এবার বিশ্বের ১৩ টি ছবির সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে প্রদীপ্তর সিনেমা। এর আগে প্রদীপ্তর গুরুত্বপূর্ণ কাজের মধ্য ছিল বাকিটা ব্যক্তিগত। এই সিনেমার জন্য জাতীয় পুরষ্কারও জিতেছেন প্রদীপ্ত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুক্রবার ৭ নভেম্বর নন্দন ১-এ সকাল ১১:৩০টায় নধরের ভেলা দেখানো হবে।















