সুতিতে বোর্ড গঠন করল কংগ্রেস-বিজেপি-আরএসপি-নির্দল একত্রে। প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস ও বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদের সুতি ২ নং ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর একসাথে কংগ্রেস-বিজেপি-আরএসপি-নির্দল প্রার্থীরা একসাথে হাঁটলেন। মাতলেন উচ্ছ্বাসে, আবীর খেলায়।
এদিন প্রধান নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন কংগ্রেস, বিজেপি, আরএসপি ও নির্দল প্রার্থীরা। এই পঞ্চায়েতে মোট আসন ছিল ২৫ টি। ১০ আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ৭ টি আসন, কংগ্রেসের ৫ টি আসন ও ২ টি আসন জিতেছিল আরএসপি এবং ১ টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। প্রধান হয়েছেন কংগ্রেসের আলমিরা খাতুন, উপপ্রধান হয়েছে বিজেপি’র রিংকু দাস। সুতি ২ নং ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর মেম্বার তথা উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের সাথে দিয়ে নবনির্বাচিত প্রধান ও উপ্প্রধান মিছিল করে পঞ্চায়েতের এলাকা পরিদর্শন করেন।