Poushmela 2025 Date বহু টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ঠিক হল—২৩ ডিসেম্বর থেকেই পূর্বপল্লীর মাঠে শুরু হবে পৌষমেলা। পরিবেশ আদালতের নির্দেশ মান্য করেই এ বছরের মেলার আয়োজন করবে বিশ্বভারতী। বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্টল প্লট বরাদ্দে যেন কোনওভাবেই দুর্নীতি ঢুকতে না পারে, সেই কারণেই এ বার বিশেষ কড়াকড়ি চালু করা হবে।
আরও পড়ুনঃ পৌষ মেলায় মানুষের ঢল বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়িতে
Poushmela 2025 Date কী ঠিক হয়েছে বৈঠকে ?
Poushmela 2025 ১৩ নভেম্বর বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে পৌষমেলাকে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ের একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্তারা এবং শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানালেন, “পৌষমেলা হোক—এটা সকলেরই ইচ্ছে। তবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে গুরুত্ব দিয়েই এগোতে হবে। তাদের শর্ত মেনে মেলা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা গিয়েছে, এ বারও মেলা ছ’দিনেরই হবে।
Poushmela 2025 Date মামলায় জারি নিষেধ
Poushmela 2025 ২০১৬ ও ২০১৮ সালে পৌষমেলার দূষণ সংক্রান্ত বিষয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে দু’টি মামলা করেছিলেন। সেই মামলার রায় অনুযায়ী আতসবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করে আদালত।
বৃহস্পতিবারের বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট স্পষ্ট জানিয়েছে , পরিবেশ আদালতের সব রকম ছাড়পত্র নিয়ে, আদালতের বিধিনিষেধ অক্ষরে অক্ষরে মেনেই এ বছরের পৌষমেলা অনুষ্ঠিত হবে। পৌষের হাওয়া বইতে শুরু করেছে। মেলাকে ঘিরে প্রস্তুতিও তুঙ্গে উঠে গেল—এ বার নজর থাকবে পরিবেশ-নিয়ন্ত্রণেই।















