Pottery of Kanthalia মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের মাটির গ্রাম। বহরমপুর থেকে জাতীয় সড়ক ধরে এগিয়ে উত্তরপাড়া মোড় থেকে বাঁ দিকে সোজা গেলেই প্রায় ২০ কিমি দূরত্বে অবস্থিত ঐতিহ্য আঁকড়ে বেঁচে থাকা সুপ্রাচীন গ্রাম কাঁঠালিয়া। চারিদিকে সবুজে মোড়া এই গ্রাম। অদ্ভুত এবং বৈচিত্র্যময় এই গ্রামের চমক ঘরে ঘরে তৈরি হওয়া মাটির নানান জিনিস। মাটির পুতুল, থালা, বাটি, ফুলদানি, মাটির প্রদীপ, ধুনুচি, মাটির ভাঁড়, জলের জার থেকে মন্দিরের চূড়া, মসজিদের মিনার। কী নেই! মাটির গ্রামে বসবাস প্রায় ৫০০টি পরিবারের। এই গ্রামের মৃৎশিল্পীদের নিয়েই গড়ে উঠেছে কাঁঠালিয়া মৃৎশিল্প সমবায় সমিতি।
Pottery of Kanthalia চার বছরের বিশাল কর্মযজ্ঞের পর অবশেষে স্বপ্নপূরণ হল মৃৎশিল্পীদের। কাঁঠালিয়ার মৃৎশিল্পীরা পেলেন কমন ফ্যাসিলিটি সেন্টার। কাঁঠালিয়া মৃৎশিল্প সমবায় সমিতির কমন ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন হল মঙ্গলবার । এক কোটি তিন লক্ষ টাকা ব্যায়ে গড়ে উঠেছে এই কেন্দ্র। মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মৃৎশিল্পীদের হাতে তুলে দেওয়া হল CFC কে। উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার, মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের ( Murshidabad District Industries) ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ গোস্বামী, কাঁঠালিয়া মৃৎশিল্প সমবায় সমিতির সম্পাদক সাধন পাল। উপস্থিত ছিলেন ক্লাস্টার ম্যানেজার সুখদেব মুখার্জী, আইডিও জেলা আধিকারিক Industrial Development Officer (IDO) স্বস্তিক মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Pottery of Kanthalia একটি নির্দিষ্ট শিল্প বা অঞ্চলের ছোট এবং মাঝারি উদ্যোগ (MSME) গুলির জন্য তৈরি করা হয় কমন ফ্যাসিলিটি সেন্টার। এটি সাধারণত একটি ক্লাস্টারে অবস্থিত যেখানে একই ধরনের অনেক ছোট ব্যবসা একসাথে কাজ করে। এই ধরনের কেন্দ্রে বিভিন্ন ধরনের সাধারণ সুবিধা প্রদান করা হয়, যা এই ব্যবসাগুলির উন্নতিতে সাহায্য করে। এছাড়াও পরিকাঠামো সুবিধা, কর্মীদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা, গুণমান নিয়ন্ত্রণ ও টেস্টিং, বাজারজাতকরণ সহায়তা মেলে। CFC র উদ্বোধনী পর্বে মিল, ফার্নেসের মতো বেশ কিছু সরঞ্জামও প্রদান করা হয় শিল্পীদের। মাটির ভাঁড়, ফুলের টব, প্রদীপ, জলের জারে, মিনারে সীমাবদ্ধ না থেকে শুরু হোক সেরামিকের কাপ, প্লেট, থালার কাজ। বর্তমান সময়ে চাহিদার কথা ভেবে কাঁঠালিয়ার মৃৎ শিল্পের উন্নয়নে নয়া ভাবনা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের।
Pottery of Kanthalia মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র জানান, CFCর উদ্বোধন হল। বেশ কিছু সরঞ্জাম দেওয়া হল। মৃৎশিল্প সমবায় সমিতির যে জায়গা আছে যেখানে দুটি ভাটা বানিয়ে দেওয়া যায়, সেই ভাবনা আছে। গ্যাস ফায়ারের ভাটা আছে। এর সাথে ফায়ার উড কিংবা কোল ফায়ারের ভাটা কীভাবে করা যায় সেটাই পরিকল্পনা আছে।
Pottery of Kanthalia কাঁঠালিয়া মৃৎশিল্পী সমবায় সমিতির সম্পাদক সাধন পাল বলেন, জেলা শাসক নজর দিয়েছেন। যাতে এই ৫০০ পরিবার যে শিল্পকে কেন্দ্র করে প্রতিদিন এখানে জীবিকা নির্বাহ করেন, সেই শিল্পকে আরও কীভাবে উন্নত করা যায়। শিল্পীদেরও আগামী দিনে উন্নত ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারলে বিশ্বের বাজার পাব, বোঝানো হয়। আশা করব, এখানকার নতুন প্রজন্ম যারা এই কাজ ছেড়ে বিদেশে চলে যেত, তারা এখানে মনোনিবেশ করবে। সেই কর্মযজ্ঞই চলছে এখানে। গ্লেজড পটারি বা সেরামিকের সামগ্রীর বিশ্ব বাজারে চাহিদা বেশী।